[ad_1]
আহমেদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের পরই রোহিত শর্মা বলেছিলেন,”প্রয়োজন পড়লে প্রতি ম্যাচেই পরিবর্তন হতে পারে প্রথম একাদশ। প্রতিপক্ষ, উইকেট ও পরিস্থিতি বিচার করে প্রতি ম্যাচের আগে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” ভারত অধিনায়কের কথার প্রমাণ মিলেছিল দ্বিতীয় ম্যাচেই। অস্ট্রেলিয়া ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন খেললেও, আফগানিস্তান ম্যাচে অশ্বিনের জায়গায় খেলেছিলেন শার্দুল ঠাকুর। এখনও পর্যন্ত যা খবর তাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ফের পরিবর্তন হতে পারে।
পাকিস্তান ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে সেদিকে নজর রয়েছে সকলের। কারণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডেঙ্গি থেকে মুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন শুভমান গিল। আহমেদাবাদে নেটে স্বাভাবিক ছন্দেই ব্যাট করেছেন তিনি। তবে পাকিস্তান ম্যাচে গিল প্রথম একাদশে খেলবেন কিনা সে বিষয়ে দলের তরফ থেকে একনও কোনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। তবে যদি পাকিস্তান ম্যাচে একেবারেই পরিকল্পনার বাইরে থাকেন গিল, তাহলে ডেঙ্গি মুক্ত হতেই তাকে আহমেদাবাদে কেন নিয়ে যাওয়া হল তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
এছাড়াও আরএ কয়েকটি বিষয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ গড়ার সময় আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আহমেদাবাদের মাঠ অন্যান্য মাঠের তুলনা বড়। সেখানে গত ম্যাচে শার্দুল ঠাকুর দলে ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ফের অশ্বিনকে খেলানোর সম্ভাবনা খুব বেশি। এছাড়া মহম্মদ সিরাজ প্রথম দুটি ম্যাচেই খুব একটা আহামরি পারফর্ম করতে পারেননি। সেই জায়গায় মহম্মদ শামি খেলানো হবে কিনা তা নিয়েও একটা জল্পনা রয়েছে।
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান / শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর / রবিচন্দ্র্ন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / মহম্মদ শামি।
প্রসঙ্গত, আর ২৪ ঘণ্টও বাকরি বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণের। এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, IND vs PAK, India Vs pakistan, Indian Team, ODI World Cup 2023
Source link