[ad_1]
জেরুজালেম: দ্বিতীয় দিনে পড়ল ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ৷ যত সময় যাচ্ছে, ততই আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দু দেশের সংঘাত৷ দু তরফেই বাড়ছে হতাহতের সংখ্যা৷ ইতিমধ্যেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে৷
শনিবারই ইজরায়েল জানিয়েছিল, পালেস্তাইনের হামাস গোষ্ঠীর হামলায় তিনশো জনের মৃত্যু হয়েছিল৷ রবিবার শুধু ইজরায়েলেই মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে৷ আবার গাজার উপর ইজরায়েলের পাল্টা হামলায় প্যালেস্তাইনের তিনশোরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে৷ এরই মধ্যে ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে থাকার জন্য নয়াদিল্লিও বিশেষ পরামর্শ দিয়েছে৷
আরও পড়ুন: ‘খাটে অফিসাররা ঘুমাচ্ছিল’, সিবিআই নিয়ে বিস্ফোরক অভিষেক! ফিরহাদকে নিয়ে বড় মন্তব্য
ইজরােয়ল অভিযোগ করেছে, তাদের দেশের ইতিহাসে এত বড় গণহত্যার ঘটনা অতীতে ঘটেনি৷ শুধু আকাশ পথে রকেট হামলা নয়, ইজরায়েলের রাস্তা থেকেও বহু মানুষকে অপহরণ করে নিয়ে গিয়েছে হামাস বাহিনী৷
প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে প্রত্যাঘাত করেছে ইজরায়েলি সেনাও৷
সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ সীমান্ত লাগোয়া এলাকা থেেক নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইজরায়েল৷
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুও স্পষ্ট জানিয়ে দিেয়ছেন, হামাস বাহিনীকে ধ্বংস করতে যা করণীয় তা ইজরায়েলের সেনাবাহিনী করবে৷ এই সংঘর্ষ যে দীর্ঘমেয়াদী হতে চলেছে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী৷
ইতিমধ্যেই আমেরিকা, ভারত সহ বেশি কয়েকটি দেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে৷ প্রকাশ্যে আসা বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে ইজরায়েলের নিরীহ মানুষকে বন্দি করে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে হামাস বাহিনী৷
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Israel, Israel Palestine war
Source link