[ad_1]
জেরুজালেম: ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়ানক রূপ নিচ্ছে৷ দু’তরফেই বাড়ছে হতাহতের সংখ্যা৷ ইতিমধ্যেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে যুদ্ধের দ্বিতীয় দিনেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইজরায়েলের একটি সঙ্গীতানুষ্ঠান থেকে এক ছাত্রীকে হামাস জঙ্গিদের অপহরণের ভিডিও নজর কেড়েছে গোটা বিশ্বের।
জানা গিয়েছে, হামাস জঙ্গিরা তাঁকে তুলে নিয়ে গিয়ে বন্দী করে রেখেছে। ভিডিওতে দেখা গিয়েছে, মেয়েটিকে জোর করে একটি মোটরবাইকে বসিয়ে অপহরণ করা হচ্ছে। মেয়েটি চিৎকার করছেন, ‘আমাকে মেরে ফেলো না… না’। জানা গিয়েছে তাঁর নাম নোয়া আর্গামানি। গাজা সীমান্তের কাছে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন নোয়া।
আরও পড়ুন: দুধ ছাড়া চা-কে কেউ বলে লাল চা-কেউ বলে কালো চা, কেউ আবার লিকার চা! এগুলির পার্থক্য কী জানেন?
Noa was partying in the south of Israel in a peace music festival when Hams terrorists kidnapped her and dragged her from Israel into Gaza.
Noa is held hostage by Hamas.
She could be your daughter, sister, friend.#BringBackOurFamily pic.twitter.com/gi2AStVdTQ
— Hen Mazzig (@HenMazzig) October 7, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Israel Palestine war, Viral Video
[ad_2]
Source link