‘ব্যস খেল হি তো হ্যায়!’ কাঁটাতারের লড়াই নয়, ভারত-পাক ম্যাচ আসলে ক্রিকেটের উদযাপন, ভাইরাল হল কবিতা – News18 Bangla Somoybulletin

[ad_1]

নয়াদিল্লি: শুভ্র প্যাভেলিয়ন আর সবুজ ঘাসের মাঝখানে বিছিয়ে থাকা ২২ গজ৷ একটা ব্যাট আর আরেকটা বলকে হাতিয়ার করে সেখানেই নেমে পড়া যুদ্ধে৷ কাঁটাতারের দু’পাশের দুই দেশের ২২ খেলোয়াড়ের দাঁতে দাঁত চেপে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা৷ হাসি-কান্না সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই৷ বাবর vs বুমরাহ, বিরাট vs শাহিন৷ ইন্ডিয়া vs পাকিস্তান৷

কিন্তু, শুধুই কী তাই? শুধুই কি দ্বন্দ্ব, শুধুই প্রতিযোগিতা? এই নরম ঘাস, এই পিচ, এই বাইশ গজ কি লড়াইয়ের কথা বলে? একি উৎসবের আরেক নাম নয়? একি উদযাপন নয়? ক্রিকেটের! এটা খেলাই তো! সামান্য একটা খেলা৷

আরও পড়ুন: তিনি নাকি কিছুই জানেন না! পার্থকে ফের জেলে গিয়ে জেরা, CBI-এর হাতে এবার নতুন তথ্য

ভারত পাকিস্তান ম্যাচের আগে সেই ক্রিকেট উদযাপনের কথাই মনে করিয়ে দিল একটা কবিতা৷ মাত্র কয়েকটা স্তবক৷ কয়েকটা অতি সাধারণ কথা৷ যা চিরকালের চেনা৷ চিরকালের জানা৷ যে কবিতা সবুজ ঘাসে দুই দেশের মিলেমিশে যাওয়ার কথা বলল, বলল তুমুল প্রতিযোগিতার মাঝে বিপক্ষের কাঁধে হাত রাখার কথা৷ ইন্ডিয়া-পাক ম্যাচের আগে আর জে প্রবীণের সেই কবিতাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

সামনে বসে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম৷ তাঁর পাশে একে একে শাহিন আফ্রিদি, ইফতিকার আহমেদ, হ্যারিস রউফ এবং অন্যান্যেরা৷ তাঁদের মুখোমুখি বসে স্বরচিত কবিতা পাঠ করছেন এক ভারতীয়৷ যে কবিতার শিরোনাম, ‘ব্যস খেল হি তো হ্যায়৷’

Published by:Satabdi Adhikary

First published:

Tags: ICC World Cup 2023



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *