[ad_1]
ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাংলাদেশে। আফগানদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলা টাইগার্সরা। শুক্রবার বাংলাদেশকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবিলের শীর্ষস্থানে দখল করল ব্ল্যাক ক্যাপসরা।
টানা দ্বিতীয় ম্যাচ হারের ক্ষতের মধ্যেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তা আরও বাড়িয়েছে শাকিব আল হাসানের চোট। ম্যাচে ব্যাটিং ও বোলিং করলেও শেষের দিকে শাকিবকে মাঠে দেখা যায়নি। পরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শাকিবের বদলে আসেন নাজমুল হোসেইন শান্তো। তিনিই জানান শাকিব আল হাসানের চোটের কথা।
সঞ্চালকের প্রশ্নের উত্তরে নাজবুল হোসেইন শান্তো জানান,”শাকিব ভাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে পুরো বিষয়টি।” চোট নিয়ে খোলাসা করে কিছু না বললেও শান্তোর কথায় এটা পরিষ্কার যে কোওন চোট তো লেগেছে শাকিব আল হাসানের। তা না হলে হাসপাতালে নিয়ে গিয়ে তড়িঘড়ি স্ক্যান কেন হবে।
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৪৫ রান করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৬৬ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মহমুদুল্লাহ ৪১, শাকিব আল হাসান ৪০ , মেহেদি হাসান ৩০ রান করেন। কিউইদের হয়ে সবতেকে বেশি ৩টি উইকেট নেন লকি ফার্গুসন।
২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড। চোট সারিয়ে দলে ফিরেই ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। এছাড়া ব্ল্যাক ক্যাপসদের হয়েছে সর্বোচ্চ ৮৯ রান করেন ড্যারিল মিচেল। ৪৫ রান করেন ডেভন কনওয়ে। ৮ উইকেটে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, ICC World Cup 2023, New Zealand, ODI World Cup 2023, Shakib Al Hasan
Source link