ভারতকে একের পর এক আক্রমণ পাকিস্তান ক্রিকেটারদের! মাঠেই জবাব দেবে টিম ইন্ডিয়া India vs Pakistan ODI World Cup 2023 Pakistan Cricketers verbal attacks Indian Team ahead of IND vs PAK match in ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

আহমেদাবাদ: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ূর লড়াই। তা সে মাঠেপ অন্দরে হোক আর বাইরে। আর ভারত-পাক দ্বৈরথ যদি বিশ্বকাপের মঞ্চে হয় তাহলের তার উত্তাপ কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২২ গজে লড়াইয়ের আগেই মাঠের বাইরের মাইন্ড গেমের লড়াই শুরু হয়ে যায়। এবার আহমেদাবাদে ম্যাচে আগে একের পর এক পাক ক্রিকেটার বিতর্কিত মন্তব্য করে হাওয়া গরম করেছে। যার মধ্যে ২ জন বর্তমান দলের সদস্য।

এই তালিকায় রয়েছেন শাহিন আফ্রিদি। ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে যায়। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি। এই মন্তব্য পাকিস্তানের তারকা স্পিড স্টার করেছেন রেভ স্পোর্টস-এর একটি প্রতিবেদনে। সেখানে সেলফি নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে শাহিন বলেন, ‘অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট ভারতের বিপক্ষে নেওয়ার পর।’

এছাড়া অপর এক পাক পেসার হাসান আলিও ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে মাইন্ড গেম খেলার চেষ্টা করেন। তার সাফ মন্তব্য ভারত-পাকিস্তান ম্যাচে বেশি চাপে থাকবে রোহিত-বিরাটরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োতে হাসান আলি মন্তব্য করেছেন, ‘এই ম্যাচে ভারতই চাপের মধ্যে থাকবে কারণ এটি তাদের হোম গ্রাউন্ডে খেলা সঙ্গে ভক্তরাও তাদের সমর্থন করতে আসবে। এই ধরনের একটি বড় খেলায় সবসময় চাপ থাকে, তবে আমরা প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেষ্টা করব।’

এছাড়া ভারতে বিশ্বকাপের সময় পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। পিচ বিসিসিআই না আইসিসির সিদ্ধান্তে তৈরি হচ্ছে না নিয়েও প্রশ্ন তোলেন হাফিজ। তিনি “বলেন, “বিশ্বকাপে আইসিসির উপর বিসিসিআই প্রভাব খাটাতে পারে না। যদি পিচ একই ধরনের হয় তা হলে বোঝা যাবে সব ঠিক আছে। কিন্তু যদি আলাদা ম্যাচে পিচ আলাদা হয় তা হলে বড় প্রশ্ন উঠবে।”

আরও পড়ুনঃ India vs Pakistan: আহমেদাবাদে কোহলিকে দেখতে হাজির সারপ্রাইজ গেস্ট, গলা ফাটাবেন ভারতের হয়েও

প্রসঙ্গত,এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, IND vs PAK, India Vs pakistan, ODI World Cup 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *