দলে ফিরলেন শুভমান গিল, পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের ODI World Cup 2023 India vs Pakistan Live Updates Shubman Gill Return Rohit Sharma won toss decided to bowl first Ind vs Pak clash in ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

আহমেদাবাদ: যে ম্যাচ ঘিরে বিগত কয়েক মাস ধরে পারদ চড়ছিল, অবশেষে হল প্রতীক্ষার অবসান। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে অষ্টম বার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণের দিকে নজর গোটা ক্রিকেট বিশ্বের। মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারতের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে দলে ফিরলেন শুভমান গিল। ঈশান কিশানের পরিবর্তে দলে এলেন গিল। এছাড়া ভারতীয় দলে গত ম্যাচে থেকে কোনও পরিবর্তন হয়নি।

দিন-রাত্রির ম্যাচে দুপুরের দিকে ফ্রেস পিচ থেকে পেসাররা কিছুটা সাহায্য পেতে পারে। সেই কারণেই শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। আর রাতের দিকে ডিউ পড়তে পারে অল্প। ফলে ফ্লাড লাইটে ডিউ পড়লে বল দ্রুত ব্যাটে আসে ও উইকেট ব্যাটারদের রান করার জন্য বেশি সহায়ক হয়ে ওঠে। ফলে ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত বলে টসের পর জানিয়েছেন ভারত অধিনায়ক।

এক ঝলকে দেখে নিন ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর , জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

এক ঝলকে দেখে নিন পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউদ শাকিল, ইফতিকর আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ।

প্রসঙ্গত,এর আগে ওডিআই বিশ্বকাপে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ। প্রতিবার জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। শনিবার পাকিস্তানের সামনে আরও একবার খাতা খোলার সুযোগ। অপরদিকে ভারতের সামনে টার্গেট ৮-০ করার। কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে শনিবাসরীয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, IND vs PAK, India Vs pakistan, ODI World Cup 2023, Rohit Sharma, Shubman Gill

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *