আবার ডেঙ্গির আক্রমণ বিশ্বকাপে, মশার কামড়ে বিপদে আরও এক ভারতীয় Somoybulletin

[ad_1]

আহমেদাবাদ: শুভমান গিলের পর আরও এক ভারতীয় মশার কামড়ে বিপদে।

বিশ্বকাপের ১২ নম্বর হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আজ। এই ম্যাচের আগে আরও একটি বড় খবর। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিল।

এবার ডেঙ্গুর কবলে পড়েছেন আরেক ভারতীয়। তারকা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বিশ্বকাপ ২০২৩-এর ধারাভাষ্যকারদের প্যানেলের একজন। তিনিও এবার ডেঙ্গু আক্রান্ত।

আরও পড়ুন- WC 2023 IND vs PAK: পাকিস্তানের দম্ভ ভেঙে ৫টি বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ভারতের

ভোগলে নিজেই টুইট জানিয়েছেন অসুস্থতার কথা। ভার-পাক ম্যাচে থাকতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। টুইটতিনি লেখেন, ‘১৪ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচে থাকতে পারব না। আমি খুবই হতাশ। খুব দুর্বল বোধ করছি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শয্যাশায়ী। আশা করছি ১৯ তারিখের ম্যাচে ফিরতে পারব।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শুভমান গিল। ম্যাচের আগে নেটে ব্যাটিং করতেও দেখা গিয়েছে তাঁকে। এই নিয়ে বিবৃতি দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও।

রোহিত বলেছেন, ‘ও খেলার জন্য ৯৯ শতাংশ ফিট। বাকিটা ম্যাচের আগে দেখব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের প্রথম ম্যাচের আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল গিল। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন- দারুণ কাজ করছেন নীতা; সাংবাদিকদের জানালেন বাখ

২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত কোনও ম্যাচ হারেনি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এর পর আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে বড় জয়। এবার পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে এবার বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক হবে রোহিত অ্যান্ড কোং-এর।

Published by:Suman Majumder

First published:

Tags: Dengue, ICC World Cup 2023, Team India

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *