[ad_1]
তেল আভিভ: দেখে মনে হবে হলিউডের কোনও সিনেমা। কিন্তু বাস্তবে তা হল ইসরায়েলি সেনার সঙ্গে হামাসের লড়াইয়ের ভিডিও। সপ্তম দিনেও অব্যাহত ইজরায়েল ও প্যালেস্টাইনের সংগঠন হামাসের মধ্যে লড়াই। এদিন ইজরায়েলি সেনার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হামাসের গোপন ডেরায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।
জানা গিয়েছে, গাজা সীমান্তের কাছে হামাস জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় ইজরায়েল। সেখানে ইজরায়েলি সেনার বিশেষ বাহিনী ফ্লোটিলা ১৩ গ্রুপে কম্যান্ডোরা অভিযান চালায়। সোশ্যাল মিডিয়ায় বডি ক্যামের ফুটেজ শেয়ার করার সময়, ইজরায়েল সেনার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী গাজার কাছে একটি বড় লাইভ অপারেশন পরিচালনা করেছে। সেনাবাহিনী নিরাপদে জঙ্গিদের হাতে অপহৃত ২৫০ জনকে উদ্ধার করেছে এবং ৬০ জনকে গ্রেফতার করেছে।’
The Flotilla 13 elite unit was deployed to the area surrounding the Gaza security fence in a joint effort to regain control of the Sufa military post on October 7th.
The soldiers rescued around 250 hostages alive.
60+ Hamas terrorists were neutralized and 26 were… pic.twitter.com/DWdHKZgdLw
— Israel Defense Forces (@IDF) October 12, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Israel Palestine war
[ad_2]
Source link