হামাসের গোপন ডেরায় হানা! মুহুর্মুহু গুলি, ৬০ জঙ্গিকে মেরে ২৫০ জনকে উদ্ধার করল ইজরায়েল – News18 Bangla Somoybulletin

[ad_1]

তেল আভিভ: দেখে মনে হবে হলিউডের কোনও সিনেমা। কিন্তু বাস্তবে তা হল ইসরায়েলি সেনার সঙ্গে হামাসের লড়াইয়ের ভিডিও। সপ্তম দিনেও অব্যাহত ইজরায়েল ও প্যালেস্টাইনের সংগঠন হামাসের মধ্যে লড়াই। এদিন ইজরায়েলি সেনার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হামাসের গোপন ডেরায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।

জানা গিয়েছে, গাজা সীমান্তের কাছে হামাস জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় ইজরায়েল। সেখানে ইজরায়েলি সেনার বিশেষ বাহিনী ফ্লোটিলা ১৩ গ্রুপে কম্যান্ডোরা অভিযান চালায়। সোশ্যাল মিডিয়ায় বডি ক্যামের ফুটেজ শেয়ার করার সময়, ইজরায়েল সেনার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী গাজার কাছে একটি বড় লাইভ অপারেশন পরিচালনা করেছে। সেনাবাহিনী নিরাপদে জঙ্গিদের হাতে অপহৃত ২৫০ জনকে উদ্ধার করেছে এবং ৬০ জনকে গ্রেফতার করেছে।’

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Israel Palestine war



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *