[ad_1]
গাজা: ইজরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ ইতিমধ্যেই প্যালেস্তাইনের প্রায় ১০ লক্ষ বাসিন্দাকে বাড়ি ঘর ছেড়ে দক্ষিণ গাজার দিকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইজারায়েলি সেনা৷ মনে করা হচ্ছে, হামাসের বিরুদ্ধে চরম কোনও পদক্ষেপ করার আগে প্যালেস্তাইনের সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিচ্ছে ইজরায়েলিরা৷
আরও পড়ুন: পুজোয় মুক্তি পাবে ৭১ জন বন্দি, অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
ইজরায়েল হুঁশিয়ারি দেওয়ার পর হামাসও গাজার বাসিন্দাদের বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে৷ এর পরেই উত্তর গাজা ছেড়ে দলে দলে মানুষ গাজার দক্ষিণ প্রান্তের দিকে সরে যেতে শুরু করেন৷ ইজরায়েলি সেনা জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনে গাজা শহরে তাদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷
ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷ ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুু৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী৷ ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গালান্ট আবার হামাসকে সাহায্য করার জন্য ইরানকে দায়ী করেছেন৷ তাঁর অভিযোগ, ইজরায়েলে হামােসর হামলায় সাহায্য করেছে ইরান৷
আবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতেইহের অভিযোগ, হামাস জঙ্গিদের উপরে বদলা নিতে গিয়ে রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী৷ মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুুকে বলেছেন, সেদেশ হামাস এখন যা করছে তা জঙ্গি গোষ্ঠী আইসিস-এর থেকেও খারাপ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Source link