বিসিএস প্রস্তুতি প্রশ্নসমূহ:
১. বায়ুমণ্ডলের মোটশক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
ক. ৯০ শতাংশ
খ. ৯৪ শতাংশ
গ. ৯৮ শতাংশ
ঘ. ১৯.৯৭ শতাংশ
২. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
ক. ৭৫.৮ শতাংশ
খ. ৭৮.১ শতাংশ
গ. ৭৯.২ শতাংশ
ঘ. ৮০ শতাংশ
৩. ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
ক. আসাম
খ. মিজোরাম
গ. ত্রিপুরা
ঘ. নাগাল্যান্ড
৪. কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কীসের দ্বারা?
ক. GPS
খ. GIS
গ. GOS
ঘ. GMS
৫. ভূপৃষ্ঠের যে কোনো দুটি প্রতিপাদ স্থানের সময়ের-
ক. ১০ ঘণ্টা
খ. ৪ ঘণ্টা
গ. ১২ ঘণ্টা
ঘ. ৬ ঘণ্টা
৬. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়োনোস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার
৭. ঋতু পরিবর্তন ঘটে নিচের কোনটির ফলে?
ক. আহ্নিক গতি
খ. বার্ষিক গতি
গ. মৌসুমি বায়ু
ঘ. অয়ন বায়ু
৮. বাংলাদেশে প্রবাহিত কতটি নদীর উৎপত্তিস্থল ভারতে?
ক. ৫৪টি
খ. ৫৭টি
গ. ৬০টি
ঘ. ৪১টি
৯. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
ক. যমুনা
খ. কর্ণফুলী
গ. মেঘনা
ঘ. পদ্মা
১০. নদীর অনেক বিস্তৃত মোহনাকে কী বলে?
ক. খাড়ি
খ. নদীগর্ভ
গ. মোহনা
ঘ. নদীত উপত্যকা
১১. প্রথম পরিবেশ সম্মেলন-
ক. রিওকনফারেন্স
খ. বান্দুং সম্মেলন
গ. স্টকহোম সম্মেলন
ঘ. বেইজিং কনফারেন্স
১২. ‘মিঠামইন’ হাওর কোন জেলায়?
ক. ময়মনসিংহ
খ, খাগড়াছড়ি
গ. সুনামগঞ্জ
ঘ. কিশোরগঞ্জ
১৩. IPCC-এর রিপোর্ট অনুযায়ী, ২১০০ সালের মধ্যে সমুদ্রতলের উচ্চতা বাড়বে কত মিটার?
ক. ২-৩ মিটার
খ. ৩-৫ মিটার
গ. ১-৪ মিটার
ঘ. ৫-৭ মিটার
১৪. মার্বেল কোন ধরনের শিলা?
ক. রূপান্তরিত শিলা
খ. আগ্নেয় শিলা
গ. পাললিক শিলা
ঘ. মিশ্র শিলা
১৫. মাধ্যম উচ্চতার মেঘ কোনটি?
ক. সিরাস
খ. নিম্বাস
গ. কিউম্যুলাস
ঘ. স্টেটাস
১৬. ২০১৫ সালের প্যারিস চুক্তির সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু হলো-
ক. আপদ ঝুঁকিহ্রাস
খ. জলবায়ু পরিবর্তন হ্রাস
গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
ঘ. সমুদ্র পরিবহণ ব্যবস্থাপনা
১৭. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ক. ময়নামতি
খ. পুণ্ড্রবর্ধন
গ. পাহাড়পুর
ঘ. সোনারগাঁ
১৮. নিচের কোনটি সত্য নয়?
ক. ইরাবতী মিয়ানমারের একটি নদী
খ. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
১৯. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. মে
২০. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?
ক. সাবমেরিন ক্যানিয়
খ. দেশের নাম।
গ. একটি দ্বীপ
ঘ. ম্যানগ্রো ভবন
উওর : ১.ঘ ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.গ ৭.খ ৮.ক ৯.গ ১০.ক ১১.গ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ক
বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হয় প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষার মাধ্যমে। এজন্য প্রিলিকে বিসিএসের সিংহদ্বার বলা হয়। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। আর প্রিলিতে বিসিএস প্রস্তুতি ভালো করতে হলে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে দেখতে হবে সঠিক দাগানোর পরিমাণ কতটা বাড়ল আর ভুল দাগানোর পরিমাণ কতটা কমল। এভাবে অভ্যাস তৈরি করার কারণে পরীক্ষার হলে ভুল দাগানোর পরিমাণ অনেক কমিয়ে আনা যায়। সর্বোত্তম বিসিএস প্রস্তুতি জন্য প্রতিদিন একটি করে মডেল টেস্ট দেওয়া হবে সময় বুলেটিনে। তাই বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন এবং যুক্ত থাকুন সময় বুলেটিনের ফেইসবুক পেইজে…..somoybulletin
আরো পড়ুন…ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করুন