বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৬ এপ্রিল ২০২২ ইং তারিখে www.baf.mil.bd এই ওয়েবসাইটে কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়। আপনারা যারা বিমান বাহিনীতে যোগদান করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার মাধ্যমে যোগ দিতে পারেন।
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করে।
প্রার্থীর জন্য অযােগ্যতা-
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ।
২। আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। যে কোনাে ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বাের্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযােগ্য নয়।
১৯ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
নির্বাচন পদ্ধতি-
১। প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র এডমিন শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও সাধারন জ্ঞান;
২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা;
৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি); ৫। কেন্দ্রীয় চিকিত্সা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
বাহিনী: বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Biman Bahini)
পদ: অফিসার ক্যাডেট
শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট নয় চাকরির
ধরণ: ফুল টাইম কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
বেতন: ১০,০০০/- টাকা (প্রশিক্ষণকালীন সময়ে) আবেদন ফি: ১,০০০/- টাকা আবেদন মাধ্যম: অনলাইন অনলাইনে
আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২২ আবেদনের শেষ সময়: ০৯ সেপ্টেম্বর ২০২২ যোগদানের সম্ভাব্য তারিখ: ০১ জানুয়ারি ২০২৩
আরো পড়ুন…ফ্রিল্যান্সিং করে তুষারের আয় প্রতি মাসে ১ লক্ষ টাকা