মোবাইল নতুন আপডেট করার সহজ পদ্ধতি

মোবাইল নতুন আপডেট করার সহজ পদ্ধতি
মোবাইল নতুন আপডেট করার সহজ পদ্ধতি

মোবাইল নতুন আপডেট করার সহজ পদ্ধতি কি?

মোবাইল সিস্টেম আপডেট কি ও কি কি? কিভাবে যে কেউ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপডেট করতে পারবে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে…
আপনি এখন হয়তো ভাবছেন মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট কি? আমার ফোন তো আপডেটেড।
আমি তো নতুন মোবাইল কিনলাম তাহলে আবার কিসের আপডেট? আপডেট দিলে কি হয়? আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি।


আপডেট হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনার ফোনে নতুন কিছু সুবিধা যুক্ত হবে।
যদিও আপনি নতুন মোবাইল কিনেছেন, কিন্তু মোবাইল কোম্পানী তাদের ব্যবহারকারিদের কথা চিন্তা করে হঠাৎ করে কিছু আপডেট নিয়ে আসে। যে আপডেটগুলো (Latest Android update) হলে ব্যবহারকারিরা উপকৃত হবেন।
তাই আপনার ফোনটি নতুন হলেও অনেক সময় আপনার ফোনে নতুন আপডেট আসতে পারে।

আপনি যদি না জানেন আপনার Android কোন ভার্শন ব্যবহার করছে তাহলে আপনি তা জেনে নিতে পারেন Settings>About Device হতে।
সেখানেও যদি ভার্শন দেখা না যায় তাহলে তার জন্য আপনাকে Software Information মেনুতে ক্লিক করতে হবে।
সেখানে অবশ্যই আপনি Android ভার্শন টি জেনে যাবেন।

যে কেউ চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অপডেট করতে পারবেন নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে

নির্দেশাবলী

১। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রেস্টার্ট করুন।

২। এরপর “menu” বাটনে ক্লিক করুন এবং “Setting” বাটন নির্বাচন করুন।

৩। স্ক্রোল ডাউন করে “About Phone” নির্বাচন করুন।

৪। “System Updates” টাব-এ সিলেক্ট করুন।
স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোন নতুন ভার্সন যাচাই করবে। যদি নতুন কোনো ভার্সন ডাউনলোড করা করা থেকে, তাহলে আপনি একটি বার্তা নিশ্চিত বার্তা দেখতে পাবেন,
সম্পূর্ণরূপে আপডেট।

৫। যদি কোনো নতুন ভার্সন পাওয়া যায়, তাহলে “Install Now” বাটনে ক্লিক করুন। নতুন ভার্সনটি ডাউনলোড হবে এবং আপনার ফোন পুনরায় রেস্টার্ট হবে।

পরামর্শঃ
অপডেট ভার্সন ইনস্টল করার সময় সম্ভব হলে ওয়াই ফাই নেটওয়ার্কের কানেক্ট করে নিবেন।
অপারেটিং সিস্টেম আপডেট নিবিড় ভাবে সম্পূন্য হবে এবং ওয়াই ফাই ওভার ইনস্টল দ্রুততর হবে।

প্রয়োজন হলে ভাল একটা চার্জার এর সাথে যুক্ত করে নিবেন।

৬. আপডেট যখন ডাউনলোড হওয়া শেষ হবে, তখন সেই আপডেট টি ইন্সটল হওয়ার জন্য মোবাইল ফোন টি রিস্টার্ট হবে এবং সম্পূর্ণ আপডেট প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছুক্ষন সময় লাগতে পারে
আপডেট চলাকালিন সময়ে মোবাইল ফোনটি চার্জার এ কানেক্ট করে রাখবেন যাতে মোবাইল এর চার্জ শেষ হয়ে না যায়।

রিকভারি করার নিয়ম somoybulletin

মোবাইল সিস্টেম আপডেট কি ও কি কি? কিভাবে যে কেউ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপডেট করতে পারবে তার নির্দিষ্ট তথ্য আপনাদের মাঝে উপরে তুলে ধরেছি। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *