যেভাবে নিরাপদ রাখবেন আপনার মোবাইল ফোন

মোবাইল
মোবাইল

যেভাবে নিরাপদ রাখবেন আপনার মোবাইল ফোন…

১.স্ক্রিন লক ব্যবহার করুন প্রতিটি অ্যান্ডয়েড ফোনে নিরাপত্তা হিসেবে স্ক্রিন লক করার সুবিধা রয়েছে। পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক পদ্ধতির মাধ্যমে আপনার পণ্যটিকে লক রাখতে পারেন।
অ্যান্ডয়েড সিকিউরিটি সেটিংসে গিয়ে লক সক্রিয় করা যায়।

২.ডিভাইস এন্ড ক্রাফট করা
আপনার পণ্যের সব ডাটা এনক্রিপ্ট করা যায়। এতে মাবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডাটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিমশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে এবং এববার বন্ধ করে তা আবার চালু করে তাবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না।
ডাটা এনত্রিমশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে।

৩.অ্যাপস লক ব্যবহার করুন
আপনার স্মার্টফোন বা ট্যাবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অ্যাপস লক ব্যবহার করতে পারেন।
গ্যালারি কিংবা মেসেজিংয়ের সুরক্ষা হিসেবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ লক ডাউনলোড করে নিতে পারেন।
এ ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে। যাতে অ্যাপ্লিকেশন চালু করতে গেলে পাসওয়ার্ডের প্রয়োজন হয়।

৪.যেখান সেখান থেকে অ্যাপ ডাউনলোড নয়

অপিরিচিতি কোনো উত্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যান্ড্রয়েডের জন্য গুগলের প্লে স্টোরের অ্যাপসই ডাউনলোড করুন। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন। মোবাইল

৫.অ্যাপসের জন্যও তালা লাগান

আপনার স্মার্টফোন বা ট্যাবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অ্যাপস লক ব্যবহার করতে পারেন।
গ্যালারি কিংবা মেসেজিংয়ের সুরক্ষা হিসেবে গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নিতে পারেন।
এ ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে যাতে কোন
নির্দিষ্ট অ্যাপ্লিকেশন চালু করতে গেলে আগে পাসওয়ার্ড খুলে তারপর ঢুকতে হয়।

৬. সাবান-পানির মিশ্রণে কটনবাড ডুবিয়ে নিন। আঙুল দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।
৭. সিমকার্ড ঢোকানোর ট্রে ও স্থানটি ভেজা কটনবাড দিয়ে সাবধানে পরিষ্কার করুন।
প্রয়োজনে টুথপিক দিয়ে সিমকার্ড ঢোকানোর স্থানের ময়লা বের করতে পারেন।
৮. শুকনো কাপড় দিয়ে সিমকার্ড ঢোকানোর ট্রে মুছুন। তারপর সব আবার জায়গামতো সেট করে ফোন চালু করুন
১.স্ক্রিন লক ব্যবহার করুন প্রতিটি অ্যান্ডয়েড ফোনে নিরাপত্তা হিসেবে স্ক্রিন লক করার সুবিধা রয়েছে। পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক পদ্ধতির মাধ্যমে আপনার পণ্যটিকে লক রাখতে পারেন।
অ্যান্ডয়েড সিকিউরিটি সেটিংসে গিয়ে লক সক্রিয় করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *