[ad_1]
মুম্বই: দক্ষিণ আফ্রিকা ৩৮৩ রানের টার্গেট দেওয়ার সময়ই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। আর হলও তাই। বিশ্বকাপে পরপর ৪টি ম্যাচ হেরে সেমি ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। মহম্মদুল্লাহর লড়াকু শতরানও বাংলা টাইগার্সকে বাঁচাতে পারল না। অপরদিকে, ১৪৯ রানের বড় ব্যবধানে জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল প্রোটিয়ারা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।
অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডিকক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। অপরদিকে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডিকক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্য্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডিকক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
ডিকক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধান উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রোটিয়া পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনের টপ অর্ডার। ৫৮ রানের মধ্যে বাংলাদেশের অর্ধেক দল সাজঘরে ফেরত চলে যায়। তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেইন শান্তো, শাকিব আল হাসান, মুশফিকুর রহমি সকলেই বড় রান করতে ব্যর্থ হন। শুধু একদিক থেকে লড়াই চালিয়ে যান মহম্মদুল্লাহ।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম ছয় কে মেরেছিলেন? উত্তর অজানা অনেকের
ঠান্ডা মাথায় ব্যাটিং করেন মহম্মদুল্লাহ। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না। একটা সময় মনে হচ্ছিল লজ্জাজনকভাবে হারবে বাংলাদেশ। তবে মহম্মদুল্লাহর অনবদ্য শতরানের ইনিংসের ভর করে সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। ৪৬.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় শাকিবরা। ১১১ রান করেন মহম্মদুল্লাহ। এরপর লিটন দাসের ২২ রান ছাড়া কোনও বাংলাদেশ ব্যাটার ২০ রানেক গণ্ডি টপকাতে পারেনি। ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে প্রোটিয়ারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, ICC World Cup 2023, ODI World Cup 2023, South Africa
Source link