[ad_1]
Hello World!
কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন।
আজকে আপনাদের সাথে এমন কিছু Tricks শেয়ার করবো এমন কয়েকটি Apps যেগুলো আপনার প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দিবে এবং আপনার Productivity বাড়িয়ে দিবে।
বেশি কথা না বাড়িয়ে আসল টপিকে চলে যাবো।
এর জন্যে আমাদের যা যা লাগবে :
(১) একটি Android Device (Mobile/Tablet/Emulator etc)
(২) Apps গুলো। সবগুলোর লিংক দেওয়া থাকবে।
(১) এক ক্লিকে Home Button Hold করে স্ক্রিনশট নিন! (screenshot নেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম)
এর জন্যে প্রয়োজন পড়বে একটি App এর যার নাম : Screenshot Assistant
App Link : Playstore
https://play.google.com/store/apps/details?id=pl.waskysoft.screenshotassistant
App টির সাইজ খুবই কম। কিন্তু এর ব্যবহার আপনার মোবাইল ব্যবহারের experience কেই পালটিয়ে দিবে।
কিভাবে? তাহলে শুনুন। আমরা প্রায়ই জানি যে আলাদা আলাদা Company এর ফোনে স্ক্রিনশট নেওয়ার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে।
কোনোটায় 3 finger swipe করে, কোনোটায় power button hold করে screenshot option এ ক্লিক করে কিংবা আবার সবচেয়ে পুরোনো পদ্ধতি power button আর volume down button hold করে।
এগুলোতে কষ্ট কিন্তু হয় যতটাই হোক না কেন। একসাথে অনেক বার স্ক্রিনশট নিতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়।
সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই App টিকে ব্যবহার করা।
কিভাবে?
1. Open App
2. Give permissions
3. এবার আপনার ফোনের home button (touchpad ও হতে পারে আবার physical key) ১-২ সেকেন্ড ধরে রাখতেই স্ক্রিনশট হয়ে যাবে।
হ্যাঁ, এতটাই সহজ।
এছাড়াও আপনি স্ক্রিনশটে art করতে পারবেন। শুধু তাই নয়, স্ক্রিনশটের যেকোনো স্থানে অতি সহজেই crop করতে পারবেন আর সেটা save করতে পারবেন।
এছাড়াও সাথে সাথেই যার সাথে ইচ্ছা শেয়ার করে দিতে পারবেন। এসব মোবাইলের default option এ দেওয়া থাকে না।
এপটির স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(২) সবচেয়ে সহজ পদ্ধতিয়ে Torrent File Search & Download করুন!
এর জন্যে আমাদের দরকার পড়বে যে App টি সেটি হচ্ছে : Magnet X
App Link : Playstore
https://play.google.com/store/apps/details?id=app.magnetx.magnetx
এই App টির মাধ্যমে সবচেয়ে সহজভাবে যেকোনো torrent file খুবই সহজে খুজে পেতে পারবেন।
App টি open করেই আপনি যে torrent file টি চাচ্ছেন সেটি search দিলেই এই পর্যন্ত যত টরেন্ট ঐ নামে আপলোড হয়েছে সব একসাথে এক লিস্টে দেখিয়ে দিবে।
এরপর যেকোনো download/torrent manager দিয়ে download করে নিতে পারবেন। তার সাথে সেই লিংক কপি ও শেয়ারও করতে পারবেন।
যারা প্রায়ই টরেন্ট থেকে ডাউনলোড দেন তাদের অনেক কাজে দিবে আশা করছি।
এপটির স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(৩) নিয়ে নিন Gboard এর Best Alternative with extra features!
App name : FlorisBoard
App Link : f-droid (open source)
https://f-droid.org/en/packages/dev.patrickgold.florisboard/
যারা gboard এর best open source alternative খুজছেন তারা চোখ বন্ধ করে এই App টি ব্যবহার করা শুরু করে দিতে পারেন।
এপটি open souce হওয়ায় আপনার ডেটা চুরি নিয়ে ভয় পেতে হবে না। তার সাথে এতে আপনি Physical Keyboard (pc/laptop এর keyboard) এর copy, paste, undo, redo, select all text এমন সব ধরনের ফিচার পেয়ে যাবেন যা বেশির ভাগ keyboard এই থাকে না।
এছাড়াও আপনি সম্পূর্ণ keyboard customize করতে পারবেন আপনার ইচ্ছামতো।
এপটির স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
(৪) আপনার ফোনের সকল ধরনের App এর Trackers Block করুন এক ক্লিকে!
App Name : Tracker Control
App Link – f droid (open source)
https://f-droid.org/en/packages/net.kollnig.missioncontrol.fdroid/
হ্যাঁ, এটিও একটি open source app তাই security নিয়ে কোনো ভয় নেই। এর মাধ্যমে আপনার ফোনের যেসব Apps আপনাকে ইন্টারনেট কানেকশন অন করার সাথে সাথেই track করা শুরু করে এসবকে ব্লক করে দিতে পারবেন।
বিশেষ করে facebook, tiktok, instagram ইত্যাদি এই ধরনের জিদ্দি এপগুলোর Tracking info logs ও দেখতে পারবেন।
যারা একটু বেশিই privacy conscious তারা এই এপ্লিকেশনটি try করে দেখতে পারেন।
এপটির স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন :
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N
PEACE OUT….
[ad_2]
Source link