ফের দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব, এবার বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করল প্রোটিয়ারা ODI World Cup 2023 Bangladesh vs South Africa Live Updates Quinton De Kock Scored Century South Africa set 383 runs Target For Bangladesh in ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

মু্ম্বই: বিশ্বকাপে বজায় থাকল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব। মাঝে শুধু নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে বিশ্বকাপে বিদ্ধংসী ছন্দে প্রোটিয়া ব্যাটাররা। এবার দক্ষিণ আফ্রিকার মারকাটারি ব্যাটিংয়ের সাক্ষী থাকল বাংলাদেশ। কার্যত ডু অর ডাই ম্যাচে বোলিংয়ে নজর কাড়তে ব্যর্থ হল বাংলা টাইগার্সরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের বিশাল স্কোর করল দক্ষিণ আফ্রিকা। ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেললেন কুইন্টন ডি কক।

ওয়াংখেড়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এডেন মার্করাম। যদিও ইনিংসের শুরুটা ভাল হয়নি প্রোটিয়াদের। রেজা হেন্ডরিকস ১২ ও রাসি ভ্যান ডার ডুসেন ১ রান করেই সাজঘরে ফেরেন। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (Photo Courtesy- AP)

অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডিকক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। অপরদিকে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডিকক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্যন্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডিকক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs England: ভারতকে হারাতে বড় চমক ইংল্যান্ডের! দেশ থেকে আনা হচ্ছে গোপন ‘অস্ত্র’

ডিকক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৩৮৩।

Published by:Sudip Paul

First published:

Tags: Bangladesh, ICC World Cup 2023, Live, ODI World Cup 2023, South Africa

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *