[ad_1]
বিশ্বকাপের শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে, এরপর টানা তিন ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশর। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের পঞ্চম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাকিব আল হাসানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে গত ম্যাচ না খেলা সাকিব আল হাসান এই ম্যাচে ফিরেছেন একাদশে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির বদলে খেলবেন লিজাড উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান (অধিনায়ক), হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
আরইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link