ভারতকে হারাতে বড় চমক ইংল্যান্ডের! দেশ থেকে আনা হচ্ছে গোপন ‘অস্ত্র’ ODI World Cup 2023 India vs England ECB give big surprise instead of Reece Topley to pressure Indian team ahead of IND vs ENG in ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

একদিকে পরপর ৫টি ম্যাচ জেতা দুরন্ত ছন্দে থাকা টি ইন্ডিয়া। আর দুটি ম্যাচ জিতলেই সেমির টিকিট পাকা হয়ে যাবে ভারতের। অপরদিকে, ৪ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামি রবিবার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে এই দুই দেশ। সেমিতে যেতে হলে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ নকআউট জস বাটলারে দলের কাছে।

ভারতের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেতে হয়েছে ইংল্যান্ড শিবিরকে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার রিস টপলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পান টপলে। পরে জানা যায় তার তর্জনী ভেঙে গিয়েছে। যার ফলে এই বিশ্বকাপে আর খেলা হবে না টপলের। ভারতকে চাপে ফেলতে তড়িঘড়ি ইংল্যান্ড থেকে সারপ্রাইজ প্যাকেজ অলরাউন্ডারকে উড়িয়ে আনা হচ্ছে।

রিসি টপলের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ব্রাইডন কার্স। বিশ্বকাপের মাঝপথে দলে ডাক পেলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। কার্সকে ইংল্যান্ডের আগামি তারকা বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। বেন স্টোকস ও লিয়াম প্লাংকেটের মিশ্রণ বলা হচ্ছে ব্রাইডন কার্সকে। সেই কারণেই সারপ্রাইজ প্যাকেজ তকমা দেওয়া হয়েছে। কার্সের দলে আসায় তাঁর প্রশংসা করেছেন জো রুটও।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? তারকা অলরাউন্ডারের চোট নিয়ে এল বড় আপডেট

বেঙ্গালুরুতে আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন ব্রাইডন কার্স। ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও ৩টি-২০ খেলেছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। শ্রীলঙ্কা ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ভারতের বিরুদ্ধে নামতে প্রস্তুত ইংল্যান্ডের নতুন সারপ্রাইজ প্যাকেজ।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, Ind vs Eng, India vs england, Indian Team, ODI World Cup 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *