[ad_1]
ঢাকা: কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে দুর্ঘটনার আতঙ্ক কাটছে না যেন এখনও৷ ও পার বাংলায় পুজোর মরশুমের মধ্যেই এই দুর্ঘটনা নতুন করে শোকাচ্ছন্ন করেছে সব মহলকে৷ সোমবার বেলা তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে, তার ধ্বংসস্তুপের চেহারা এখনও স্পষ্ট রয়েছে৷ ইতিউতি লেগে আছে রক্তের দাগ৷ ঘটনাস্থলে ভিড় করে আসছেন উৎসুক মানুষেরা৷ সকলের মুখে উৎকণ্ঠার ছাপ, আতঙ্ক৷
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, এখানে ওখানে তাজা রক্তের দাগ এখনও রয়েছে৷ কোথাও কোথাও পড়ে আছে রক্ত মাখা মানুষের হাড়, কোথাও কাটা অাঙুল, দুমড়ে যাওয়া শরীরের বিভিন্ন অংশ৷ আর এসব কারণে এলাকায় ছড়াতে শুরু করেছে দুর্গন্ধ৷ যাত্রীদের সঙ্গে থাকা বিভিন্ন জিনিসও এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে৷ সব মিলিয়ে একেবারে নরকের চেহারা নিয়েছে এই দুর্ঘটনাস্থল৷
দুর্ঘটনায় ফলে যে তিনটি বগি উল্টে গিয়েছিল, সেগুলি গিয়েছে দুমড়ে-মুচড়ে৷ সেগুলি পড়ে আছে রেললাইনের একপাশে৷ রেল লাইনের উপরেই জমেছে জনতার ভিড়৷ লাইন চালু হওয়ার পর ঢাকামুখী আপ রেললাইনে গাড়ি এলে সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতাকে৷ ট্রেন চলছে অত্যন্ত ধীরগতিতে৷
সোমবার ভৈরব রেলস্টেশনের পশ্চিম দিকে ঢাকাগামী এগরাসিন্দুর ট্রেনটির পিছনের দিকে তিনটি কোচে একটা মালগাড়ি এসে ধাক্কা দেয়৷ সরকারি হিসাব অনুসারে, তিনটি বগি দুর্ঘটনার মুখে পড়ার কারণে মোট ১৮জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে৷ সেই কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে মোট সাড়ে সাত ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল৷ মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চলে৷ বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh
Source link