[ad_1]
ইংল্যান্ডের পর পাকিস্তান। বিশ্বকাপে একের পরব এক বড় দলকে হারাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড ম্যাচকে অঘটনের আখ্যা দিয়েছিল অনেকেই। কিন্তু সেটা যে অঘটন নয় তা পাকিস্তানকে হারিয়ে নিজেদের যোগ্যতার জানান দিল আফগানরা। বিশ্বকাপে কতদূর যাবে রাশিদ খানরা তার উত্তর দেবে ভবিষ্যৎ। কিন্তু এটুকু স্পষ্ট করে দিয়েছে আফগানিস্তান যে তাদের ছোট দল ভাবলে বড় ভুল হবে।
গত বিশ্বকাপে যে দল একটিও ম্যাচ জিততে পারেনি সেই আফগানিস্তান এবার নিজেদের নামের সঙ্গে জায়ান্ট কিলার তকমা পেয়ে গিয়েছে। পাকিস্তানকে হেলায়া হারানোর পর বাঁধনহারা উৎসবে মাতে আফগানিস্তান। মাঠ থেকে যে উৎসব শুরু হয়েছে তার রেশ দেখা যায় ড্রেসিং রুম, টিম বাস থেকে ডাইনিং হলেও।
Naara-e-Takbir! ☝️#AfghanAtalan | #CWC23 | #AFGvPAK | #WarzaMaidanGata
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, ICC World Cup 2023, ODI World Cup 2023, Pakistan, Viral Video
[ad_2]
Source link