[ad_1]
সোমবার বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিস্তান। এর আগে সাত বার ওডিআই ক্রিকেটে বাবর আজমদের মুখোমুখি হলেও জয় অধরাই ছিল রাশিদ খানদের। কিন্তু অষ্টমবারে হল লক্ষ্যভেদ। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তানকে হারাতেই উৎসবে মাতেন আফগানরা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় মাঠে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের নাচ।
ম্যাচ শেষে মাঠে বিশ্লেষণের কাজে ব্যস্ত ছিলেন ইরফান পাঠান। কিন্তু রাশিদ খানকে দেখতেই লাইভ ভিডিও ভাংড়া নাচা শুরু করেন ইরফান। রাশিদ ও ইরফান মিলে মাঠে মন খুলে নাচেন। দুই ‘পাঠানের’ নাচের ভিডিও সোশ্যাল মিডিয়য়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। সকলেই পছন্দ করেন দুই তারকার এমন প্রাণোচ্ছ্বল ভিডিও।
Irfan Pathan dancing with Rashid Khan.
– Video of the day from Chepauk…!!!pic.twitter.com/ijoMGqKht1
— Johns. (@CricCrazyJohns) October 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, ICC World Cup 2023, Irfan Pathan, ODI World Cup 2023, Pakistan, Rashid Khan, Viral Video
[ad_2]
Source link