[ad_1]
বিশ্বকাপ শুরুর আগেই এই পাকিস্তান দলটাই দীর্ঘ দিন ওডিআই ক্রিকেটে এক নম্বর ছিল। এবাj বিশ্বজয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল বাবর আজমের দলকে। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই এ কোন পাকিস্তান! ভারত, অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে হার যদিও বা মেনে নেওয়া যায়, কিন্তু আফগানিস্তানের কাছে পাকিস্তানের লজ্জাজনক হার মেনে নিতে পারছেন না ফ্যানেরা। তবে এই প্রথম নয়, বিশ্বকাপে এর আগে একাধিকবার তথাকথিক ছোট দলের কাছে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে।
বাংলাদেশ বনাম পাকিস্তান (১৯৯৯ বিশ্বকাপ): ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ ছিল একেবারে নবাগত দল। সেই সময় পাকিস্তান দল ছিল চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার। ফাইনালও খেলেছিল পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানকেই গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৩ রান করে বাংলাদেশ। জবাবে ১৬১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড (২০০৭ বিশ্বকাপ): ২০০৭ বিশ্বকাপের আরও একটি অঘটন হল আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের হেরে যাওয়া। সেই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে সেই ম্যাচ জেতে আইরিশরা।
পাকিস্তন বনাম আফগানিস্তান (২০২৩ বিশ্বকাপ): ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানকে হারের মুখ দেখতে হল আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে বাবররা। জবাবে ২ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আফগানরা। ওডিআই ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানরা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে।
প্রসঙ্গত, এবারের বিশ্বরাপে প্রথম ২টি ম্যাচ জিতলেও পরপর তিনটি ম্যাচ হেরে কোণঠাসা পাকিস্তান দল। সেমি ফাইনালে ওঠার রাস্কা খুবই কঠিন হল বাবর আজম-শাহিন আফ্রিদিরদের। পরবর্তী ৪টি ম্যাচ সবকটিই পাকিস্তানের কাছে ডু অর ডাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, ICC World Cup 2023, ODI World Cup 2023, Pakistan, World cup
Source link