[ad_1]
নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ৪০ লাখ মিটার জাল ও একটি মাছ ধরার ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা সবাই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনির তকি বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এসময় ৪০ লাখ মিটার জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link