গাজায় মৃত্যু বেড়ে ৫ হাজার, মৃত ২ হাজার শিশু! মৃত্যুপুরীতে থামছে না কান্নার শব্দ – News18 Bangla Somoybulletin

[ad_1]

নয়াদিল্লি: নতুন করে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় মৃত্যু হয়েছে মোট ৫ হাজার সাধারণ মানুষের, হামাসের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে৷ উল্টোদিকে আজই ফিলিস্তিনিদের বিশেষ সাহায্যের কথা ঘোষণা করেছে ইংল্যান্ড৷ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন, গাজার সাধারণ মানুষের জন্য মোট ২০ মিলিয়ন ইউরো সাহায্য করবে ইংল্যান্ড৷

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে, প্যালেস্তাইনে ইজরায়েলের হামলায় প্রায় ৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে৷ অক্টোবরের সাত তারিখ থেকেই ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে এই তীব্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়৷ এর পরে আরও ভয়ানক হয় পরিস্থিতি৷ গাজার একটি হাসপাতালে ইজরায়েলের হামলায় শিশু নারী-সহ অসংখ্য মানুষের মৃত্যু ঘটে৷ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷

এ দিনই ইজরায়েলের সেনার পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মোট ২০০টি পৃথক হামলা করা হয়েছে৷ এর পরেই প্যালেস্তাইনের পক্ষ থেকে বলা হয়েছে, মোট ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যার মধ্যে দু’হাজার শিশুও রয়েছে৷ হাজারের উপর বাড়ি ধ্বংস হয়েছে এই হামলায়৷ গাজা ভুখণ্ডের একটা বিস্তৃত অংশে নেই জল, নেই পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখার মতো পরিস্থিতি, নেই কিছুই৷

এর মধ্যে তৃতীয় একটি ট্রাক প্রচুর ত্রাণ নিয়ে মিশর সীমান্ত দিয়ে গাজা ভুখন্ডে প্রবেশ করেছে সোমবার৷ আমেরিকা সমান তালে গাজা ভুখন্ডে ত্রাণ পাঠানোর কাজ করছে, পাশাপাশি, রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে৷

Published by:Uddalak B

First published:

Tags: Gaza Israel War

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *