রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Somoybulletin

[ad_1]

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পায়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।  

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পায়েল উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

তার স্বজনরা জানায়, পায়েল তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ভৈরব যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ভৈরবে যাওয়ার পথে মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় মহাসড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা রেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *