[ad_1]
এবারের বিশ্বকাপে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের। প্রতিযোগিতার প্রথম ৪টি ম্যাচের মধ্যে ৩টি-তে হেরে কোণঠাসা ব্রিটিশ লায়ন্সরা। এরই মধ্যে আরও বড় ধাক্কা খেব জস বাটলারের দল। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তরুণ তারকা পেসার রিস টপলি।
শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই আহুলে চোট পেয়েছিলেন রিস টপলি। মাঠেই বোঝা যাচ্ছিল যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন ইংল্যান্ড পেসার। ম্যাচের পর স্ক্যান করা হলে জানা যায়, তর্জনী ভেঙে গিয়েছে রিস টপলির। চোট লাগার সময় মনে করা হয়েছিল কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু আঙুল ভাঙার খবর আসতেই নিশ্চিৎ হয়ে গেল এবারের বিশ্বকাপে আর মাঠে নামা হবে না ইংল্যান্ড পেসারের।
রিস টপলির ছিটকে যাওয়া ইংল্যান্ড পক্ষে বড় ধাক্কা তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ মার্ক উডকে এখনও বিশ্বকাপে ছন্দে পাওয়া যায়নি। রিস টপলি ভাল ফর্মে ছিলেন। ৩ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। তার উপরই ভরসা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু টপলিকে আগামি ম্যাচগুলিত না পাওয়া জস বাটলারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
রিস টপলির ছিটকে যাওয়া কিছুটা হলেও সুবিধা দল ভারতীয় দলের জন্য। আগামি রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে টপলির না থাকা রোহিত-কোহলিদের কাজটা অনেকটাই সহজ করে দেবে। এখন দেখার এটাই রিস টপলির পরিবর্ত হিসেবে কাকে দলে নেয় ইংল্যান্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Good News, ICC World Cup 2023, Ind vs Eng, India vs england, Indian Team, ODI World Cup 2023
Source link