গাজায় বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরায়েলি Somoybulletin

[ad_1]

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।

এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর।

আহত হয়েছেন আরও ২৭ জন।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা

গাজার বেসামরিক প্রতিরক্ষা ইউনিটের বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রোববার (২২ অক্টোবর) গভীর রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। বোমায় কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। গুঁড়িয়ে যাওয়া একটি ভবনের নিচ থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়।

গাজায় উপত্যকায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এরমধ্যে জাবালিয়া শিবিরটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ।
 
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গভীর রাতে শিবিরটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অনেক হতাহত হয়েছেন। আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি। ’

হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিন পেরিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।  

এতে গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।  

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *