[ad_1]
ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷
এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷
Innings Break!
5⃣ wickets for Mohd. Shami
2⃣ wickets for Kuldeep Yadav
1⃣ wicket each for Mohd. Siraj & Jasprit BumrahTarget ???? for #TeamIndia – 274
Scorecard ▶️ https://t.co/Ua4oDBM9rn #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EBVAEgTVbV
— BCCI (@BCCI) October 22, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
[ad_2]
Source link