IND vs NZ: জিও মহম্মদ শামি, সুযোগ পেয়েই আগুন ঝরালেন, নিউজিল্যান্ডের ইনিংসে ২৭৩তেই ফুলস্টপ Somoybulletin

[ad_1]

ধরমশালা: নিউজিল্যান্ড রবিবার ধরমশালাতে রানের পাহাড়ে চড়ে থাকবে এমনটা ভাবছিলেন অনেক ক্রিকেটবোদ্ধা৷ কিন্তু তখনও বোঝা যায়নি মহম্মদ শামি বিশ্বকাপে বেঞ্চে বসে কতটা আগুন নিজের ভিতরে জমিয়ে রেখেছেন৷ এদিন টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়৷

এদিন শুরুতেই পরপর দুটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় দল৷ ডেভিড কনওয়েকে তুলে নেন মহম্মদ সিরাজ৷ তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান৷ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট পান মহম্মদ শামি৷ হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় শামি এদিন প্লেয়িং ইলেভেনের কম্পোজিশনে ঢুকে পড়েন৷ এটা জাস্ট ট্রেলর ছিল৷ তখনও বুঝতে পারেননি ভারতীয় ফ্যানরা৷

Published by:Debalina Datta

First published:

Tags: ICC World Cup 2023, IND vs NZ, Mohammed Shami



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *