জার্মানিতে ধুমধাম করে দুর্গাপুজো! খিচুড়ি, লাবড়া, পনির, বিদেশে বাঙালিয়ানার স্বাদ know about germanys durga villes pujo – News18 Bangla Somoybulletin

[ad_1]

বছর তিনেক আগের কথা। বিকেলের আড্ডায় যখন বারবার উঠে আসছে দেশের কথা, দুর্গাপুজোর স্মৃতি, তিনটি প্রবাসী বাঙালি পরিবার সিদ্ধান্ত নেয় এই জার্মানির মাটিতেই নিজেদের উদ্যোগে একটা পুজো শুরু করার। ইউরোপ এর পশ্চিমে, জার্মানির বাভারিয়ায় এরল্যাঙ্গেনের বাঙালি দল, ‘দুর্গাভিলে’-র সেই শুরু। সেই তিন বাঙালি পরিবারের চেষ্টায় প্রথমবারের মত ২০২১ সালে দুর্গা মায়ের আরাধনা শুরু হয় এরল্যাঙ্গেনে। সেই প্রথম, বিদেশের মাটিতে দাঁড়িয়ে, মূর্তি তৈরির সব সরঞ্জাম সংগ্রহ করে নিজেদের হাতে বানানো হয় দুর্গা মায়ের মৃন্ময়ী মূর্তি। রথ যাত্রার দিন ‘কাঠামো-পুজো’ থেকে আরম্ভ করে মহালয়ায় ‘চক্ষুদান’। ষষ্ঠীর আবাহন থেকে সন্ধিপুজোর ১০৮ প্রদীপে মা সপরিবারে আসেন আমাদের পুজোয়।

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *