জাতীয় সংসদের প্রয়াত তিন সংসদ সদস্যের শোক Somoybulletin

[ad_1]

ঢাকা: জাতীয় সংসদের অধিবেশনে সদ্য প্রয়াত তিনজন সংসদ সদস্যের প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এরা হলেন: লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শাজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শাজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবদুস সাত্তার ভূঁঞা।

এ শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেষ হাসিনা দেশের উন্নয়নে প্রয়াত সংসদ সদস্যদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবটি আনা হয়। এর পর শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

সব শেষে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শোক প্রস্তাব নিতে নিতেই সময় গেলো। একে একে আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। কোভিডের সময় তো আরও বেশি। আজকে আবার আমাদের এ চলমান সংসদে তিনজন সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন। যদিও তাদের বয়স হয়েছে কিন্তু আমাদের দেশে বিশেষ করে শাজাহান কামাল সাহেব এবং শাজাহান সাহেব তাদের যথেষ্ট অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধ এবং আমরা যারা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, জেল জুলুম অত্যাচার সহ্য করা, নির্যাতন ভোগ করা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তারা সব সময় সক্রিয় ছিলেন। মানুষ জন্মালে একদিন মরে যেতে হবে এটা আমরা জানি, তারপর সংসদ চলাকালে এ শেষ বেলায় এসে এভাবে একে একে আমাদের ছেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যি কষ্টকর। আমি পটুয়াখালি থেকে নির্বাচিত শাজাহান মিয়া এবং লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আমাদের শাজাহান কামাল সাহেব এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সাত্তার সাহেব তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এ সংসদের যথেষ্ট অবদান রয়েছে। সংসদের এটাই আমাদের শেষ অধিবেশন। আর সেই অধিবেশন শুরু করতেই হলো আমাদের কয়েক জন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে, এটা সত্যি খুব দুঃখজনক। তাদের যে অবদান রয়েছে দেশে উন্নয়নের ক্ষেত্রে, আমরা আইন প্রণয়ন করি, আমরা তা বাস্তবায়ন করি মানুষের কল্যাণ হয়। এ মানুষের কল্যাণে তাদের যে অবদান সেই অবদানের জন্য তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, শেষ ফজলুল করিম সেলিম, আ স ম ফিরোজ, আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, পীর ফজলুর রহমান প্রমুখ।  

আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।    

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *