ভালুকায় অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই Somoybulletin

[ad_1]

ময়মনসিংহ: জেলার ভালুকা উপজেলার শিল্পাঞ্চল খ্যাত জামিরাদিয়া মাস্টারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এ সময় ক্ষতিগ্রস্থদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার জামিরাদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা মো. জবান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মো. জবান আলী।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  

স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দা জবান আলীর মালিকানাধীন আধা-পাকা এই ২০টি বসতঘরে এলাকার বিভিন্ন গার্মেন্টস ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির মালিকসহ বসবাসরত শ্রমিকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।  

তবে কেন বা কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. আল মামুন।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *