বরিশাল গাঁজাসহ বিএনপি নেতা আটক Somoybulletin

[ad_1]

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতাকে আঁধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে ইউপি সদস্যকে আটক করা হয় বলে কাউনিয়া থানার এসআই মো. নাঈম আহমেদ জানিয়েছেন।

আটক মো. শাহ আলম শেখ (৫৫) চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ওই ওয়ার্ডের চরআবদানী গ্রামের হাসেম মিয়ার বাড়ির বাসিন্দা মৃত মো. আবুল হাসেম শেখের ছেলে। শাহআলম চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোতয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

কাউনিয়া থানার এসআই নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরের ৫ নম্বর ওয়ার্ড বৌ-বাজার এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এ খবরে বিকেল তিনটার দিকে তার নেতৃত্বে একটি দল বৌ-বাজার কাজীর গোরস্থান এলাকায় অভিযান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে শাহআলম মেম্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পেটের সঙ্গে সুকৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসআই নাঈম আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেছেন।

এর আগে গত ১৩ অক্টোবর চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাসেল হাওলাদারকে (৩৯) ২ হাজার ৪৯০টি ইয়াবা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কাউনিয়া পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদক বিক্রেতা জনপ্রতিনিধি হলেও ছাড় নেই।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *