[ad_1]
ধরমশালা: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামছে ভারত। তার আগে সমস্যা যেন বেড়েই চলেছে টিম ইন্ডিয়ার। এমনিতেই বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে কিউইদের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবার তার জায়গায় যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছিল তিনি চোট পেলেন ম্যাচের আগের দিন সন্ধ্যা বেলায় অনুশীলনে।
কথা হচ্ছে সূর্যকুমার যাদবের। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে লোয়ার অর্ডারে তাঁরই খেলার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। কারণ হার্দিকের মতন কোনও ম্যাচ ফিনিশারকে দলে নেওয়ার পরিকল্পনাই বেশি ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ম্যাচের আগের দিন সন্ধ্যায় নেটে ব্যাটিং অনুশীলন সারছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় কবজিতে চোট পান তিনি।
ধরমশালায় অনুশীলনের সময় থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্রের বিরুদ্ধে ব্যাটিংকে ঝালিয়ে নিচ্ছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় রঘু রাঘবেন্দ্রের একটি বল লাফিয়ে সূর্যকুমারের কবজিতে লাগে। যথেষ্ট ব্যাথায় দেখা যায় সূর্যকে। আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি। কবজি চেপে ধরে বেরিয়ে আসেন সূর্য। লাগানো হয় আইসপ্যাকও। সূর্যকুমারের চোট নিয়ে কোনও আপডেটও দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্যের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড খুব একটা ভাল নয়। শেষ ২০ বছরে কিউইদের বিরুদ্ধে যে কোনও ধরনের বিশ্বকাপের মঞ্চে জয় আসেনি টিম ইন্ডিয়ার। এবার ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ রোহিত-বিরাটদের সামনে। কিন্তু তার আগে দলের একের পর এক ক্রিকেটারের চোট চাপ বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, IND vs NZ, India vs New Zealand, Indian Team, Injured, ODI World Cup 2023, Suryakumar Yadav
Source link