জাতির উন্নয়ন-অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা: Somoybulletin

[ad_1]

চাঁদপুর: পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদে প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে নির্বাচনী এলাকার বিভিন্ন কলেজ ও মাদরাসায় কর্মরত অধ্যাপকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেজবাহ উদ্দিন সরকার, ইয়াছিন হুসাইন ঢালী, নিশ্চিন্তপুর কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নারায়নপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মতলব রয়মনন্নেছা কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, কালিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, শরীফ উল্যাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন ও ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন।

নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুক্তার হোসেন, লুধুয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান,  ছেংগারচর সরকারি কলেজের প্রভাষক কামরুর হাসান, রয়মনন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,কালিপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এসএম শরীফ হোসেন,নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক আল আমিন পারভেজ, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মৃধা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *