SA vs ENG: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লজ্জাজনক হার, দক্ষিণ আফ্রিকা ২২৯ রানে পিষে দিল Somoybulletin

[ad_1]

মুম্বই: হেনরিক ক্লাসেনের তুফানি শতরানে ভর দিয়ে দক্ষিণ আফ্রিকা দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩এ  (ICC Cricket World Cup) জয়ের ধারায় ফিরল৷ আর জয় তো নয় একেবারে মেগা জয়৷ প্রোটিয়াস দল বর্তমান চ্যাম্পিয়ন দল ২২৯ রানে হারিয়ে দিল৷ এটি ইংল্যান্ডের চার ম্যাচে তিন নম্বর হার৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানও জিতেছিল৷ যা এবারের বিশ্বকাপের বড়সড় অঘটন ছিল৷ প্রোটিয়া বাহিনী নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জার হারের শিকার হয়েছিল৷

এই ম্যাচের ফলে ৪ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে নিউজিল্যান্ড ও ভারতের পর তৃতীয় নম্বরে রয়েছে৷ ক্লাসেন তাঁর ধামাকাদার শতরানের ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷

আরও পড়ুন –  Hardik Pandya: হার্দিক নেই প্রথম একাদশে কার ভাগ্যে শিকে ছিঁড়বে, রোহিতের হাতেই ট্রাম্পকার্ড

দক্ষিণ আফ্রিকা এদিনের ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪০০ রানের লক্ষ্য দিয়েছিল৷ ইংল্যান্ডের দল ২২ ওভার ১৭০ রানের গুটিয়ে যায়৷ একসময়ে  ৬৪ রানের মধ্যে ৫ উইকেট খুইয়েছিল ইংল্যান্ড৷ ওপেনার জনি বেয়রস্তো ১০ রান করে আউট হয়ে যান, অভিজ্ঞ জো রুট ২ রান করেন৷ ধামাকা ক্রিকেটার ডেভিড মালান ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ বেন স্টোকসও মাত্র ৫ রান করেন৷

আরও পড়ুন –  Cyclone Alert: সমুদ্রে ফুঁসছে সাইক্লোন, যা পরিণত হয়েছে অতি শক্তিশালী সাইক্লোনে, সাইক্লোন তেজ নিয়ে মেগা আপডেট আইএমডি-র

অধিনায়ক জস বাটলার ১৫ রান করেন৷ তরুণ হ্যারি ব্রুকও নিরাশ করেন৷ ব্রুক ১৭ রান করেন৷ আদিল রশিদ ১০ রানের ইনিংস খেলেন৷ অ্যাটকিনসন ৩৫ রান করেন এবং মার্ক উড ৪৩ রান করে ফিরে যান৷

প্রোটিয়াসের পক্ষ থেকে গেরাল্ড কোএৎজি ৩ উইকেট নেন৷ এনগিডি এবং মার্কো ইয়ানসেন ২ টি করে উইকেট তুলে নেন৷ কাগিসিও রাবাদা এবং কেশব মহারাজ ১ উইকেট করে তুলেনেন৷ ইংল্যান্ড ওয়ানডে -তে রানের হিসেবে তাদের সবচেয়ে বড় হার৷ এ র আগে গতবছর ২০২২ অস্ট্রেলিয়া ২২১ রানে হারিয়েছিল, ২০১৮ তে শ্রীলঙ্কা কলম্বোতে ২১৯ রানে হারিয়েছিল৷

এদিন ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৫০ ওভারে ৩৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা৷ হেনরিক ক্লাসেন ৬৭ বলে ১০৯ রানের ধামাকা ইনিংস খেলেন৷ ১২ টি চার ও ৪ টি ছক্কা মারেন তিনি৷

রেজা হেন্ডরিক ৭৫ বলে ৮৫ রান করেন৷ মার্কো জেনসেন ৪২ বলে ৭৫ রান করেন৷ ৬০ রান করেন রাসি ভান ডার দুসেন৷ সকলের এত বড় বড় রানের ইনিংসে ভর দিয়ে তোলপাড় করা পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকা৷

Published by:Debalina Datta

First published:

Tags: England, ICC World Cup 2023, South Africa

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *