[ad_1]
ধরমশালা: ভারতীয় ক্রিকেট দল এবারের আইসিসি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে৷ লাগাতার চারটি ম্যাচে জিতেছে রোহিত শর্মার মেন ইন ব্লু৷ এই অবস্থায় রবিবার ভারতের সামনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড৷ পঞ্চম ম্যাচেও অপরাজিত থাকার লক্ষ্যে একটা বড় বাধা হার্দিক পান্ডিয়ার অনুুপস্থিতি৷ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান হার্দিক৷ ফলে বেঙ্গালুরুতে রিহ্যাবে রয়েছেন তিনি৷
এদিকে ভারতের প্লেয়িং ইলেভেন হার্দিক পান্ডিয়ার পরিবর্তে একজন ব্যাটার নাকি একজন বোলার কী খেলানো হবে সেটাই এখন চিন্তা থিঙ্কট্যাঙ্কের৷ ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে পাঁচ ম্যাচের পাঁচটাতেই জয় ধরে রাখার লক্ষ্যে নামবে৷ রোহিত শর্মা কী পান্ডিয়ার পরিবর্তে ইশান কিষাণকে নিয়ে দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন নাকি মহম্মদ শামিকে নিয়ে দলে শক্তিশালী পঞ্চম বোলারের খামতি মেটাবেন৷
হার্দিক দলে থাকা মানে অত্যন্ত কার্যকারী একজন অলরাউন্ডারের উপস্থিতি৷ তাঁকে বল হাতে ১০ ওভার বল করানো যায় আবার তাঁর ব্যাটিং দলে গুরুত্বপূর্ণ রানের যোগদানও দেয়৷
তবে দলের বোলিং গভীরতা বাড়াতে মহম্মদ শামি বা রবিচন্দ্রন অশ্বিনকে দলের প্রথম একাদশে রাখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা৷ শামি জোরে বোলিংয়ের বিকল্প অন্যদিকে অশ্বিন স্পিন বোলিংয়েক অপশন৷ এদিকে আবার যদি ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে চান রোহিত তাহলেও তার কাছে অপশন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব৷
ভারত এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশকে হারিয়েছে৷ এদিকে নিউজিল্যান্ডের সফরের কথা বললে তারা ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ,বাংলাদেশ এবং আফগানিস্তানকে হারিয়েছে৷ তারা ভারতের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ খেলতে নামবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Cup 2023, IND vs NZ, Mohammed Shami, Rohit Sharma
Source link