ভারতীয় দলে একাধিক বড় বদল! নিউজিল্যান্ড ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় রোহিত-কোহলিরা? কেমন হতে পারে স্কোয়াড ODI World Cup 2023 India vs New Zealand probable playing 11 Indian Team may make Multiple changes in IND vs NZ match in ICC World Cup 2023 sup – News18 Bangla Somoybulletin

[ad_1]

ধরমশালা: পরপর চারটি ম্যাচ জিতে বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে ভারত। কিন্তু এখনও লিগ টেবিলের শীর্ষস্থানটা পাকাপাকিভাবে দখল করা হয়নি টিম ইন্ডিয়া। মহা অষ্টমীতে এবার ভারতের সামনে সিংহাসন দখলের লড়াই। প্রতিপক্ষ ভারতের মতই টানা চারটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড। পাঁচে পাঁচ করার হাতছানি দুই দলের সামনে। ধরমশালায় এবারের বিশ্বকাপের সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচটা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের চিন্তা একটু হলেও বেড়েছে। চোটের কারণে কিউইদের বিরুদ্ধে খেলতে পারবে না দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে ভারতের তা নিয়ে জল্পনা রয়েছে। আর প্রথম একাদশ গড়তে গিয়ে একটু হলেও সমস্যায় পড়বেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। কারণ ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডার অপশন নেই।

এখনও পর্যন্ত যা খবর হার্দিকের পরিবর্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। ব্যাটিং বিভাগকেই শক্তিশালী করার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়াও আরও একটি জায়গায় কাকে খেলানো হবে তা নিয়ে রয়েছে নান প্রশ্ন। শার্দুল ঠাকুর গত ম্যাচগুলিতে খেললেও তার পারফরম্যান্স খুব আহামরি নয়। তার জায়গায় খেলানোর জন্য দুজন অপশন রয়েছে।

কিউইদের বিরুদ্ধে স্পিন অ্যাটাক শক্তিশালী করতে হলে দলে আসবেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ধরমশালার উইকেট যেহেতু পেসারদের একটু বাড়তি সাহায্য দেয়। তাহলে শার্দুলের জায়গায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মহম্মদ শামি। তবে শার্দুলের যেহেতু ব্যাটিংয়ের হাতটাও নেহাত মন্দ নয়, তাই তাকে বসানো হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ফলে হার্দিকের পরিবর্তন হওয়াটা নিশ্চিৎ, আর একটি জায়গা নিয়ে লড়াই ৩২ ক্রিকেটারের।

এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর / রবিচন্দ্রন অশ্বিন / মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs New Zealand: নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের জন্য খারাপ খবর! চাপ আরও বাড়ল টিম ইন্ডিয়ার উপর

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড খুব একটা ভাল নয়। শেষ ২০ বছরে কিউইদের বিরুদ্ধে যে কোনও ধরনের বিশ্বকাপের মঞ্চে জয় আসেনি টিম ইন্ডিয়ার। এবার ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ রোহিত-বিরাটদের সামনে।

Published by:Sudip Paul

First published:

Tags: ICC World Cup 2023, IND vs NZ, India vs New Zealand, Indian Team, ODI World Cup 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *