দুর্গাপূজায় সিসিক মেয়রের শুভেচ্ছা, ২৪ ঘণ্টা Somoybulletin

[ad_1]

সিলেট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে নগর ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত সার্বক্ষণিক জরুরি সেবা নিশ্চিতে সিসিকে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে।

নগর ভবনের ১০৭ নম্বর কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।

এদিকে, সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী সব নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দুর্গাপূজা বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। নানা জাতি ধর্মের মানুষের একত্রে বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল অতীত রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সব পূজারী ও দর্শনার্থীরা যাতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সেজন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাটে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে এবং নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আহ্বানও জানান সিসিক মেয়র।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *