[ad_1]
আসসালামুআলাইকুম,
টাইটেল ঠিকই আছে , ইন্টারনেট কানেকশন ছাড়া বাটন ফোন দিয়েও চাইলে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব ।
আজকের পোস্ট এ দেখানো হবে কিভাবে বাটন ফোন দিয়েও কারো লোকেশন ট্র্যাকিং করা যায়।
পরিবারের কেউ বাইরে থাকলে, ফোন রিসিভ না করলে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো এটার একটা সমাধান আছে । Buddy Tracker সার্ভিসের মাধ্যমে আপনি চাইলেই পরিবারে কারো লোকেশন জেনে নিতে পারবেন । এতে দরকার হবে না কোন ইন্টারনেট কানেকশন । চাইলে বাটন ফোন থেকেও লোকেশন জেনে নেওয়া সম্ভব । তো চলুন শুরু করা যাক ।
Buddy Tracker মূলত রবির একটা Value added service . তো এটার জন্য রবি সিম দরকার হবে । আজকের টিউটোরিয়াল শুধু রবি সিমের জন্য । অন্য অপারেটরে টিউটোরিয়াল গুলো একে একে দেয়া হবে ।
প্রথমে মেসেজ অপশনে গিয়ে START MBM লিখে সেন্ড করুন 218182 নাম্বারে ।
তারপর ফিরতি মেসেজ আসলে Y লিখে রিপ্লাই দিন ।
তারপর সার্ভিসটি চালু হয়ে যাবে ।
তারপর NA <space> [আপনার নাম] লিখে সেন্ড করুন ।
যেমন: NA Rahat
এবার যার লোকেশন ট্র্যাক করবেন তার ফোন নাম্বার এড করার পালা ।
ADD <space>তার Phone number<space> তার নাম লিখে সেন্ড করুন
যেমন: ADD 01812345678 priyo
এরপর তার ফোন থেকে এপ্রুভ করতে হবে । এটা শুধু মাত্র প্রথমবারের জন্য করা লাগবে । একবার approval নেয়া হয়ে গেলে আর approval নেওয়ার প্রয়োজন হবে না ।
তার ফোনে এমন একটা মেসেজ আসবে । তার ফোন থেকে
Y<space>আপনার ফোন নাম্বার লিখে 218182 তে সেন্ড করুন।
ব্যাস কাজ শেষ ।
এবার L<space> তার নাম অথবা ফোন নাম্বার লিখে 218182 তে সেন্ড করলেই ফিরতে এসএমএস এ তার লোকেশন চলে আসবে ।
তো এটা ছিল রবি সিমের জন্য । টেলিটক বাদে অন্য সব সিমেই সম্ভব । অন্যগুলোর টিউটোরিয়াল একে একে দেয়া হবে । আজ এ পর্যন্তই । কমেন্টে ফিডব্যাক দিবেন আশা করি ।
পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে তো আমাকে ধন্যবাদ দিতে পারেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে ☺️☺️
আমার ইউটিউব চ্যানেল
[ad_2]
Source link