[ad_1]
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, রামগঞ্জ কর্মকতা স্বপন ভৌমিক প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. শামসুল করিম প্রতীক গোলাপ ফুল ও এনপিপির প্রার্থী সেলিম মাহমুদ দলীয় প্রতীক আম। প্রতীক বরাদ্দের সময় সব প্রার্থী নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন। প্রতীক পেয়েই প্রার্থীরা জুমার নামাজের পর থেকে প্রচারণা শুরু করেন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী অংশ নিচ্ছেন।
গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link