তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে: রাহুল Somoybulletin

[ad_1]

খেলতে নেমেছিলেন নিজের নবম ম্যাচ। এর বেশিরভাগই খেলেছেন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে।
এর আগে কখনোই সেভাবে বড় ইনিংসও খেলতে পারেননি। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত করেছেন তানজিদ হাসান তামিম।  

যদিও দল জিততে পারেনি, তানজিদের ইনিংসটাও আর বড় হয়নি। ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫১ রান করেন এই ব্যাটার। ম্যাচশেষে তার ব্যাটিং নিয়ে মিক্সড জোনে জানতে চাওয়া হয় লোকেশ রাহুলের কাছে। উত্তরে তিনি কেবল বলেন, ‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে। ’

লিটন দাসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েছিলেন কোনো উইকেট না হারিয়েই। তাতে ভরসা পাচ্ছিলো বাংলাদেশও। দুজনের জুটিটিই এখন বিশ্বকাপে ওপেনিংয়ে দেশের সর্বোচ্চ। ওই জুটির সময় ভারতের ভাবনাটা কী ছিল?
 
উত্তরে রাহুল বলেন, ‘আমরা জানতাম এটা ভালো উইকেট। তারা ভালো শুরু পেয়েছে। আমরা আগেও এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে ওপেনাররা ভালো শুরু পেয়েছে, বল ভালো ব্যাটে আসছিল। যখন ফিল্ডিং ছড়িয়ে যাবে, তখন রান রেট কমে যাবে। যখন আমরা কয়েকটা উইকেট পেয়েছি, তখন চাপ তাদের ওপর বেড়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এমএইচবি/এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *