পরিত্যক্ত ম্যাচটির পয়েন্ট ভাগাভাগি করেছে Somoybulletin

[ad_1]

সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যার পর প্রথমার্ধ শেষে বিরতির সময় ইউরো বাছাইয়ের বেলজিয়াম ও সুইডেনের ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটিকে ১-১ ড্র হিসেবে বিবেচনা করে দুই দলকেই সমান ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে।

গতকাল এক বিবৃতিতে উয়েফা জানায়, তাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এফ’ গ্রুপের ম্যাচটি পুনরায় হবে না। এক্ষেত্রে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।  

গত সোমবার (১৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ম্যাচটি শুরু হওয়ার আগে এই হামলার ঘটনা ঘটে। সেখানে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যায়।  

আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য উয়েফা ইউরোর টিকেট আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। সুইডেন মূল পর্বে উঠতে পারবে না।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link