[ad_1]
ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট স্থাপন ও টহল তৎপরতা বাড়ানোর পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করছেন তারা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) র্যাব-১০ এর সহকারী পরিচালক উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ওয়ারী, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র্যাব-১০।
আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। এ উপলক্ষে র্যাব-১০ এর দায়িত্বপূর্ণ ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। এতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।
আমিনুল ইসলাম জানান, র্যাব-১০ এর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর সর্বমোট ৮৪০টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে র্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।
এছাড়া পূজা উপলক্ষে রাজধানী ঢাকার প্রবেশ মুখসমূহে র্যাবের চেকপোস্ট পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
পিএম/আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link