চট্টগ্রামে হিযবুত তাহরীর ২ সদস্য গ্রেফতার Somoybulletin

[ad_1]

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।  

গ্রেফতাররা হলেন, বাঁশখালী থানার গুনাগরী কামাল মাস্টার বাড়ীর আবু তাহের ছেলে আবু হাসান মো. তানভীর (২৮) ও একই থানার পশ্চিম ইলশা মনু মাঝির বাড়ির নুরুল আনোয়ারের ছেলে মো. শহীদুল ইসলাম (৩২)।

তিনি নগরের ইস্পাহানী স্কুল এন্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী বাংলানিউজকে বলেন, জামালখানের রীমা কমিউনিটি সেন্টার এলাকায় বুধবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য আবু হাসান মো. তানভীরকে গ্রেফতার করা হয়।

এ সময় সরকারবিরোধী নয়টি পোস্টার, আঠা, একটি টিপ ছোরা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, তানভীর জিজ্ঞাসাবাদে পলাতক মো. শহীদুল ইসলাম ও আদিলসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাত জন আসামির নাম বলেন। সকলেই হিযবুত তাহরীর সক্রিয় সদস্য, সরকার ও রাষ্ট্রবিরোধী পোষ্টার প্রচারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে অবস্থান করেছিল। তানভীরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ইস্পাহানী স্কুল এন্ড কলেজের ভিতরে অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। শহীদুল ইস্পাহানী স্কুল এন্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, পলাতক আদিলসহ আরও ছয়-সাত জন অজ্ঞাত আসামিদের সহযোগিতায় সরকার ও রাষ্ট্রবিরোধী পোষ্টার প্রচারনাসহ আসন্ন দুর্গাপূজা ও নির্বাচনকে টার্গেট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ষড়যন্ত্র করেছিল। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এবং সন্ত্রাসী কায়দায় নাশকতা সৃষ্টির জন্য ঘটনাস্থলে ষড়যন্ত্র করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেফতার শহীদুল বাসা থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

গ্রেফতার ও পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ছয়-সাত জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *