Facebook account recovery Process:
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি কারো একটি একাউন্ট কারো একের অধিক।সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই একের অধিক একাউন্ট বানিয়ে ফেলে।
আবার আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক ফেসবুক একটি অংশ হয়েগেছে।
বর্তমানে বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে কথাবলা,যোগাযোক রাখা ,বিভিন্ন নিউজ ও পোস্টের আপডেট ফেসবুক থেকে নেওয়া প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছেএই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা কাছের লোকের সঙ্গে যোগাযোক রাখার চেষ্টা করি।তাই বাইচান্স এই আইডি হ্যাক বা অন্যের হাতে চলেযাই তাহলে একটি বিশাল ক্ষতি হয়েযেতে পারে ।আর যখন পুরাতন কোনো Facebook id ওপেন করতে যায়,তখন আমাদের ইমেইল বা পাসওয়ার্ড মনে থাকে না।এমন সময় শুধুমাত্র ভরসা হলো Facebook account recovery করা।
এই সমস্যা অনেকের হয়ে থাকে তাই আজ আমরা কিভাবে পাসওয়ার্ড ভুলে গেল facebook account recovery করার জন্য কি কি Process তা জানবো।প্রায় বেশিরভাগ হ্যাকাররা একাউন্ট হ্যাক করার পর পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেয়।
facebook account recovery
- যখন হ্যাকার শুধু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবে কিন্তু আপনার ইমেইলটি / মোবাইল নম্বর রিমুভ করবে না।
- তখন আপনি ফেসবুক Log in পেজে ”Forgot Password” অপশনটিতে ক্লিক করুন। তারপর ফেসবুক আপনার কাছে আপনার জিমেইল অথবানম্বার জানতে চাইবে তখন আপনি এগুলোর মধ্যে যেকোনো একটি অপশন সিলেক্ট করে, আপনার জিমেইল অথবা নম্বার দিন।
- তারপর ফেসবুক আপনার ফেসবুক প্রোফাইলটি শো করবে। যদি আপনার একাউন্টটি শো করায় তাহলে ”Continue” অপশনে ক্লিক করবেন।
- তারপর ফেসবুক আপনার ফেসবুক দেওয়া জিমেইল অথবা নম্বারে একটি রিকভারি কোড পাঠাবে।
- তখন সেই রিকভারি কোডটি দেয়ার পর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলবে।
- আপনি আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে পারবেন।
- কিন্তু আপনি যেন আগের সেই পাসওয়ার্ডটি দিবেনা কারন পব্লেম হতে পারে।
আর সবসময় মনে রাখতে হবে ফেসবুকের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই নিয়মনীতি মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের নিয়মনীতি থেকে সামান্য বিচ্যুত হলেই অ্যাকাউন্ট বন্ধ ও নিষ্ক্রিয় করার ঘটনা ঘটছে।
অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ হওয়া অ্যাকাউন্ট দ্রুত উদ্ধার করা যায়। কিন্তু যখন ফেসবুকের নিরাপত্তা ঝুঁকির বিষয় থাকে
, তখন বন্ধ হওয়া facebook account recovery করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রক্সি সার্ভার ব্যবহার না করা। একই সময়ে একাধিক ডিভাইস থেকে ফেসবুকে না ঢোকা।
আরো পড়ুনঃ- ফ্রিল্যান্সিং করে তুষারের আয় প্রতি মাসে ১ লক্ষ টাকা
আরো পড়ুনঃ- SEO কি ? SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) কিভাবে কাজ করে ?
নতুন নতুন খবর জানতে আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকুন: সময় বুলেটিন