[ad_1]
ঢাকা: রাজধানীর ডেমরার সারুলিয়ায় মাদ্রাসার ভবন থেকে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সারুলিয়ার দারুন নাজাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ছয়তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নাজমুল হাসান মাদ্রাসাটির নবম শ্রেণির (তাছে) ছাত্র ছিল। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। ওই মাদ্রাসায় করতো নাজমুল হাসান।
মাদ্রাসার শিক্ষক হারুনুর রশিদ জানান, নাজমুল হাসান মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে পড়ে যায়। পরে মাদ্রাসা শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচের লাফিয়ে পড়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সারুলিয়া এলাকায় একটি মৃত্যুর সংবাদ ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে পুলিশ আমাদের জানিয়েছে। তবে মাদ্রাসা থেকে কোনো সংবাদ এখনও আমরা পাইনি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এজেডএস/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
[ad_2]
Source link