বাংলাদেশের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল! উল্টে গেল তিনটি বগি, চলছে উদ্ধারকাজ – News18 Bangla Somoybulletin

[ad_1]

ঢাকা: বাংলাদেশে ভয়ানক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ২০ জনের৷ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে৷ একটি মালবাহি গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কার ফলে এই ঘটনা ঘটেছে৷ ঘটনাটি ঘটেছে সে দেশের নর্থ-ইস্টার্ন রেলওয়ের কিষাণগঞ্জ ডিভিশনে৷ আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেক মানুষ ট্রেনের ধ্বংসস্তুপের তলায় আটকে আছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

উদ্ধারকাজ চালানোর পাশাপাশি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার কার হয়েছে৷ আমরা সমস্ত পথ অবলম্বন করে উদ্ধারকাজ দ্রুত চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি৷ আমাদের আশঙ্কা, এই ধ্বংসস্তুপের মধ্যে আরও দেহ পড়ে থাকতে পারে৷ আহতদেরও উদ্ধার করা হতে পারে৷’’

সংবাদসংস্থা পিটিআই-এর তথ্য অনুসারে, সোমবার বেলা সাড়ে তিনটের সময় এই দুর্ঘটনা ঘটে৷ মালগাড়িটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে, আর সেটি ঢাকার দিকে যাত্রী নিয়ে যাওয়া গোধুলী এক্সপ্রেসে ধাক্কা মারে৷ কিষাণগঞ্জের ভৈরব এলাকায় এই ঘটনা ঘটে৷ ঘটনার তীব্রতা এতই ছিল যে তিনটি যাত্রীবাহী বগি উল্টে যায়৷ এখনও পর্যন্ত আহত অবস্থায় প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে৷

ইতিমধ্যে উদ্ধারকাজে বাংলাদেশ দমকল বাহিনীর একটি বড় অংশকে কাজে নামানো হয়েছে৷ পাশাপাশি, ক্ষতিগ্রস্থ ট্রেনের বগি সরাতে ক্রেনও আনা হয়েছে৷ বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা মাঝেমাঝেই প্রাণ কাড়ে মানুষে৷ এ দেশের নিম্নমানের সিগনালিং ব্যবস্থা ও দেখভালের অভাবের কারণে এমন ঘটনা ঘটে বলে মনে করেন কেউ কেউ৷ শেষ ছ’বছরে মোট ১৭৫ জনের বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ এ ছাড়াও লেভেল ক্রসিংয়ে সে দেশে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন৷

Published by:Uddalak B

First published:

Tags: Bangladesh

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *