আমেরিকার সানফ্রান্সিস্কোর পুজোয় যেন কলকাতার স্বাদ! হল পুজোয় হুল্লোড়, গানবাজনা সবই – News18 Bangla Somoybulletin

[ad_1]

সানফ্রান্সিস্কো: হতে পারে শহর কলকাতা থেকে অনেক দূরে, তবু পুজোর স্বাদে যেন একটুও খামতি নেই এই পুজোয়৷ কলকাতা থেকে আমেরিকা কতটা দূরে, কিন্তু সানফ্রান্সিস্কোর বে এরিয়া-তে পুজোর সংখ্যা প্রায় ২৫টি৷ আর সেখানেই এ বারের ২৫ বছরের পুজোর আয়োজন করেছিল বে এরিয়া সংস্কৃতির দুর্গাপুজো৷ এবারের রজত জয়ন্তী বর্ষের পুজোয় সব আয়োজন ছিল নজরকাড়া৷

আমেরিকায় এখানকার মতো ছুটি মেলে না৷ পুজোর এত ছুটি পাওয়া মুশকিল হয়৷ আর সেই কারণেই অফিস, কর্মক্ষেত্র সামলে করতে হয় পুজোর আয়োজন৷ সপ্তাহের শেষের দু’টি দিনেই হয় পুজোর আয়োজন৷ তেমনই হয়েছিল এ বারেও৷ তবে সেই পুজোর দিন থেকে চারমাস আগেই শুরু হয় প্রস্তুতি৷ ধীরে ধীরে সব তৈরি করেছেন বে এরিয়ার সদস্যরা৷

এখানেও দেবীপক্ষের সূচনার সঙ্গেই এখানেই দুর্গোৎসব শুরু হয়৷ এ বারে পুজো হয়েছে মরুপঙ্খী বজরাতে৷ ছিল ধুনুচি নাচের আয়োজন৷ ছিল চমকে দেওয়া বেশ কয়েকটি ফ্ল্যাশ মব৷ এ ছাড়া এ বারেও সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে ২০০ জন অংশগ্রহণ করেছিলেন৷ এ ছাড়াও পুজোর আরম্ভে উপস্থিত ছিল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি৷ এ পরেও দু’সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান চলবে এই পুজোর৷ এখন থেকেই পরের বছরের পুজোর অপেক্ষায় মগ্ন বে এরিয়াবাসী৷

Published by:Uddalak B

First published:

Tags: Durga Puja 2023, International Durga Puja 2023

[ad_2]
Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *