জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে কুবিতে রচনা প্রতিযোগিতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জাতীয় শোক দিবস পালন কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রচনার বিষয়: ১৫ আগস্ট শোক এবং শক্তি

রচনা প্রতিযোগিতার নিয়মাবলি:

রচনা প্রতিযোগিতার নিয়মাবলি সবার মাঝে উল্লেখ করা হয়, প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, রোল, শিক্ষাবর্ষ ও বিভাগ স্পষ্ট করে লিখতে হবে এবং সাথে ১ কপি রঙ্গিন ছবি যুক্ত করে দিতে হবে।

রচনা ১৫০০ (পনেরো শত) শব্দের মধ্যে হতে হবে। ফন্ট সাইজ-১৪ লাইন স্পেসিং -১.৫ এবং SutoonyMJ ফন্টে কম্পিউটারে টাইপ করে PDF ( পিডিএফ) ফরমেটে উল্লেখিত ই-মেইল ([email protected]) আগামী ১২ আগস্ট ২০২২ বিকেল ৫ টার মধ্যে প্রেরণ করতে হবে। উপযুক্ত নিয়মাবলি না মেনে কেউ রচনা প্রেরণ করলে তার রচনা কমিটি কর্তৃক বাতিল বলে গণ্য হবে।

রচনা প্রতিযোগিতা উপ-কমিটি কি বললেন?

রচনা প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে রচনা প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুর রহমান বলেন, আগস্ট আমাদের শোকের মাস। আমরা অধিক শোকে পাথর হয়ে গিয়েছিলাম। আমাদের সবাইকে শোককে শক্তি এবং শক্তি থেকে জাগরণকে কাজে লাগাতে হবে। বঙ্গবন্ধু আমাদের যে পথ দেখিয়েছিলেন সে পথেই চলতে হবে।

আরো পড়ুন: প্রেমের টানে ভারত থেকে বরিশালে ,তবুও মিলেনি ভালোবাসা

SOMOYBULLETIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *